• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিরিজ জিতল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামার আগে একের পর এক শক্তিশালী দেশকে পরাজিত করে নিজেদের শক্তি প্রদর্শন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট দল (Photo: Twitter/@cricketworldcup)

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড। ঘরের মাঠে আবারও বাজিমাত করল বাংলাদেশের টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামার আগে একের পর এক শক্তিশালী দেশকে পরাজিত করে নিজেদের শক্তি প্রদর্শন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করল বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে জয় তুলে নিয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজে (৩-১) ব্যবধানে জয়লাভ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের শিরােপা নিজেদের মুঠোয় করে নিল।

Advertisement

প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দলের ইনিংস থেমে যায় মাত্র ৯৩ রানে। বলতে গেলে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের চার উইকেটের সুবাদে কিউয়ি ব্যাটসম্যানরা পুরােপুরি কোণঠাসা হয়ে পড়ে।

Advertisement

এবং একশাে রানের গন্ডিও টপকাতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চারটি উইকেট হারিয়ে ফেললেও অধিনায়ক মহম্মদুল্লার অপরাজিত ৪৩ রানের উপর ভর করে বাংলাদেশ জয় তুলে নেয় ছয় উইকেটে।

Advertisement