দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য ঘিরে তৈরি ছবি তাসখন্দ ফাইলসের নির্মাতাদের কাছে পৌঁছে গিয়েছে আইনি নোটিশ।মিঠুন চক্রবর্তী,নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবিকে ঘিরে পাঠানো নোটিশে বলা হয়েছে,ছবিতে যা দেখানো হয়েছে তা তথ্যকে বিকৃত করে দেখানো হয়েছে।এতে অবাঞ্ছিত বিতর্ক শুরু হয়েছে।
এদিকে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি,এই আইনি পদক্ষেপের নেপথ্যে রয়েছে কংগ্রেসের এক প্রভাবশালী পরিবারের হাত। ১২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল তাসখন্দ ফাইলস-এর। তার আগে মঙ্গলবার রাতেই ছবির মুক্তি আটকাতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে নির্মাতাদের।প্রসঙ্গত এই ছবিতে এক জায়গায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাসখন্দ থেকে ফিরে নেতাজির মৃত্যু নিয়ে সম্ভবত কোনো তথ্য দিতে চাইছিলেন শাস্ত্রী।তবে তার আগেই প্রয়াত হন তিনি।ফিল্ম পরিচালক বিবেক অগ্নিহোত্রির দাবি,কংগ্রেসের প্রাক্তন সচিব তথা লালবাহাদুর শাস্ত্রীর ঘনিষ্ঠ কোন ব্যক্তি এই আইনি নোটিশের নেপথ্যে রয়েছেন।এই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এক প্রভাবশালী পরিবারের।সেই সূত্র ধরেই তাঁর ছবি ঘিরে এই আইনি নোটিশ এসেছে।
Advertisement
Advertisement
Advertisement



