• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

পেলে আজ ব্রাজিল ফিরে যেতে পারে

প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন ফুটবল সম্রাট পেলে রবিবার ভারতীয় সময় বেশি রাত্রে জানতে পারবেন তাঁকে সােমবার ব্রাজিল ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা। পেলের পরামর্শদাতা এখবর দিয়ে জানিয়েছেন, ডাক্তাররাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগে ঠিক ছিল সােমবার পেলে অবশ্যই সাওপাওলাে ফিরে যাবেন।

পেলে (Photo: Xinhua/Rahel Patrasso/IANS)

প্যারিস – প্যারিসের হাসপাতালে চিকিৎসাধীন ফুটবল সম্রাট পেলে রবিবার ভারতীয় সময় বেশি রাত্রে জানতে পারবেন তাঁকে সােমবার ব্রাজিল ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা। পেলের পরামর্শদাতা এখবর দিয়ে জানিয়েছেন, ডাক্তাররাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আগে ঠিক ছিল সােমবার পেলে অবশ্যই সাওপাওলাে ফিরে যাবেন। কিন্তু প্যারিসের শহরতলীতে যে হাসপাতালে পেলের চিকিৎসা হচ্ছে সেই হাসপাতাল থেকে সরকারিভাবে কিছু জানানাে হয়নি। গত বুধবার মুত্রনালীতে সংক্রমণের জন্য পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাজিলের নিউজ ওয়েবসাইট জি আই জানিয়েছে, পেলে চেয়েছিলেন শনিবার হাসপাতাল থেকে বেরিয়ে আসতে যাতে ব্রাজিল ফিরে যেতে পারেন। কিন্তু আরও কয়েকটি পরীক্ষার জন্য তাঁকে পর্যবেক্ষণে রেখে দেওয়া হয়েছে যতক্ষণ না ১০০ শতাংশ ফিট হন। তবে জানা গেছে সংক্রমণটি খুব গুরুতর কিছু নয় এবং তা নিয়ন্ত্রণে রয়েছে। পেলে নিজেই টুইট করে বলেছেন, সবাইয়ের ভালবাসার জন্য ধন্যবাদ। অ্যান্টিবায়ােটিক ওষুধগুলি খুব ভাল কাজ করছে। এখন অনেক সুস্থ বােধ করছি এবং মনে হচ্ছে আবার মাঠে ফুটবল খেলতে পারি। ফ্রান্সের ফুটবল তারকা কাইলিয়ান এমব্যাপের সঙ্গে একটি প্রমােশনার ইভেন্টে যােগ দিতে পেলে প্যারিসে এসেছিলেন।

Advertisement

Advertisement