ব্রাজিলের আদালত খারিজ করল ১১ বছরের অন্তঃস্বত্ত্বার গর্ভপাতের আবেদন

গর্ভপাত বিরোধী আইন বলবৎ হয়েছে ১৯৪০ সালে। সেই আইন অনুসারে গর্ভপাতের ঘটনা ঘটলে অন্তঃসত্ত্বার তিন বছরের কারাদণ্ড এবং চিকিৎসকেরও একই সাজা হতে পারে।

Written by Uma Bhadra Brazil | July 4, 2022 12:58 pm

মার্কিনএ গর্ভপাত বিরোধী আইন বলবৎ হওয়ায় রীতিমতো হইচই পড়েছে।

এদিকে এহেন আইনের প্যাঁচে দিশেহারা ব্রাজিলের একটি পরিবার। এগারো বছরের নির্যাতিতা (Rape Survivor) ২২ সপ্তাহ পরে বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে গর্ভপাতের আর্জি নিয়ে তাঁর পরিবার আদালতের দ্বারস্থ হয়।

এদিকে আইনজীবীরা মনে করছেন, গর্ভপাত বিরোধী আইন যখন সক্রিয় হচ্ছে তখন আরও কিছুদিন ভ্রুণকে বাঁচিয়ে রাখা হোক। আদালতের এমন রায়ের বিরোধিতায় ব্রাজিলজুড়ে শোরগোল পড়েছে।

বিচারক জোয়ানা রিবেইরো জিমার বলেছেন, নির্যাতিতা চাইলে ধর্ষকের সন্তানের নামকরণ করতে পারে। এমনকী, তাকে দত্তকও নিতে পারে। বিচারকের এহেন রায়ে হতবাক ব্রাজিলবাসী।

গর্ভপাত বিরোধী আইন বলবৎ হয়েছে ১৯৪০ সালে। সেই আইন অনুসারে গর্ভপাতের ঘটনা ঘটলে অন্তঃসত্ত্বার তিন বছরের কারাদণ্ড এবং চিকিৎসকেরও একই সাজা হতে পারে।

তবে ধর্ষণ ও গর্ভাত সংক্রান্তে জটিলতা থাকলে শাস্তির খাঁড়া থেকে বাঁচবেন চিকিৎসক।

দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটরিনা হাসপাতাল গর্ভপাতের জন্য নিয়ে যায় বছর ১১ র নির্যাতিতাকে তার পরিবার।

বাধ্য হয়েই নির্যাতিতাকে আদালতের দ্বারস্থ হতে হয়,কারণ হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের অনুমতি ছাড়া গর্ভপাত করাতে রাজি হয়নি।