• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলের ফুটবলাররা

দু'বার সােনা জিতে নতুন কীর্তি গড়ার পর বিপাকে ব্রাজিল দল। নিয়ম না মানার জন্য সে দেশের অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়তে চলেছে তারা।

সােনাজয়ী ব্রাজিল দল (Photo:SNS)

সােনা জয়ী ব্রাজিল দলের ফুটবলাররা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। দু’বার সােনা জিতে নতুন কীর্তি গড়ার পর বিপাকে ব্রাজিল দল। নিয়ম না মানার জন্য সে দেশের অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়তে চলেছে তারা। নির্দিষ্ট পােশাক না পরা নিয়ে বিতর্কের তৈরি হয়েছে দুই সংস্থার।

নিয়মানুযায়ী ব্রাজিলের কোনও ক্রীড়াবিদ পদক পেলে সে দেশের অলিম্পিকের সরকারি পােশাক পড়ে পােডিয়ামে দাঁড়ান। কিন্তু এই নিয়ম অনুসরণ করেননি ব্রাজিলের ফুটবলাররা। তার ফুটবল দলের জার্সি পড়েই পদক নেন। এরফলে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে ব্রাজিলের ফুটবলাররা কি শাক্তির মুখে পড়েন সেটাই দেখার বিষয় এখন।

Advertisement

Advertisement

Advertisement