গােটা দেশজুড়ে আমজনতা থেকে শিল্পপতি প্রত্যেকেরই অগাধ বিশ্বাস জীবন বিমা অর্থাৎ এলআইসি’র প্রতি। তবে এবার ১৯৩৮ সালে কেন্দ্রীয় সরকারের বিমা নীতির আমূল পরিবর্তন ঘটালাে মােদির সরকার।
সােমবার দুপুরে দিল্লির সাংসদ ভবনে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাঙালিয়ানার বেশে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। সেখানে জীবন বিমার বিলগ্নীকরণের হার গতবারের ৪৯ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে করা হল ৭৪ শতাংশ।
Advertisement
এবার এলআইসির শেয়ার এবং আইপিও বাজারে বিক্রি চলবে। এতে ২৫ হাজার কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।
Advertisement
ভারতবর্ষের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জীবন বিমা’কে মন্দিরের সাথে তুলনা করে গেছেন। সেই জীবন বিমা’র ৭৪ শতাংশ বেসরকারি বিনিয়ােগ নীতি ক্রমশ ঝুঁকির মধ্যে ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও রাজ্যের বিজেপি নেতাদের সাফাই, আমরা তাে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়ােগ করার সময় এত কিছু ভাবি না, তাহলে এলআইসি’র ক্ষেত্রে এমন কথা কেন।
Advertisement



