নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গ’ মুভিতে অভিনয় করে ওয়েব মুভিতে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী কাজল দেবগণ। একটু হলেও দেরিতে ওয়েব মিডিয়ামে আত্মপ্রকাশ করা নিয়ে কাজলের তেমন কোনও অনুশােচনা নেই।
তিনি বলেন, ‘আকর্ষনীয় চিত্রনাট্য, কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সাহসী একটি চরিত্র। দীর্ঘদিন ধরে দর্শকদের মনে থাকবে এমন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। দর্শক হিসেবে আমি সিনেমাটি দেখব।’
Advertisement
পরিচালক রেণুকা সাহানিরও প্রথম ছবি। রেণুকার প্রশংসা করে তিনি বলেন, ‘আগামি দিনেও এই ধরনের আরও চরিত্রে অভিনয় করতে চাই। ওয়েবের পাশাপাশি, ফুল ফরম্যাট চলচ্চিত্রেও এমন সাহসী চরিত্রেও অভিনয় করতে চাই।’
Advertisement
ত্রিভঙ্গ’র অনুরাধা চরিত্রের মতাে কাজল বাস্তব জীবনেও কি বিতর্কিত আত্মজীবনী লেখার কথা ভাবেন– উত্তরে কাজল বলেন, ‘আমার তেমন কোনও ইচ্ছা নেই। আমি বর্তমান জীবনে সাংঘাতিক রকমের ব্যস্ত। আত্মজীনী মানে জীবনের এমন একটা সময়কে তুলে ধরা যখন তুমি শেষ হয়ে গেছি। আমি এখনও শেষ হইনি। আমি প্রতিটা মুহুর্তকে নিয়ে বেঁচে থাকায় বিশ্বাসী। আমি নিশ্চিত কোনওদিনই আত্মজীবনী লিখব না। তবে কোনওদিন হয়তাে মজার কোনও কাল্পনিক গল্প লিখতে পারি।’
Advertisement



