ইংলিশ প্রিমিয়র লিগে একের পর এক খারাপ পারফরমেন্স করে দেখানাের পর চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে তাড়িয়ে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পরিবর্তে চেলসি দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল টমাস টর্চেলের উপর।
তবে চেলসি দলের দায়িত্ব দেওয়ার পর বুধবার উলভসের বিরুদ্ধে খেলতে নেমেছিল তার দল। দলের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার দলকে কোচিং দিয়ে আহামরী তেমন কিছু খেলায় পরিবর্তন আনতে পারলেন না টাচেল। বরঞ্চ তার কোচিংয়ের প্রথম খেলাতেই খেলা অমীমাংসিতভাবে শেষ করল টাচেল।
Advertisement
খেলা শেষ হওয়ার পর টাচেল বলেন, কারাে ভাগ্য ভালাে তাে কারাের খারাপ। সবসময় আপনার কোচিংয়ের প্রথম ম্যাচেই জয় চলে আসবে সেটা কখনােই উপযুক্ত নয়। তবে হ্যা আমি তাে ম্যাচ হেরে পয়েন্ট নষ্ট করিনি। আমাদের দলের খেলােয়াড়রা ভালাে পারফরমেন্স করেছে। আগামিদিনে আরাে ভালাে খেলা মেলে ধরে জয় তুলে নেবে।
Advertisement
Advertisement



