• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পেশাদার ফুটবলে সর্বকালের সেরা গােলদাতা রােনাল্ডাে

ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে ভেঙে চলেছেন। একের পর এক রেকর্ড এবারে তার নামের পাশে লেখাহল পেশাদার ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গােলদাতা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Photo: Xinhua/Alberto Lingria)

৩৫ বছর বয়সেও চুটিয়ে ফুটল খেলছেন। ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে ভেঙে চলেছেন। একের পর এক রেকর্ড এবারে তার নামের পাশে লেখাহল পেশাদার ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গােলদাতা। বুধবার রাতে নাপােলিকে হারিয়ে আবার ইতালিয়ান সুপারকাপ জিতে নিয়েছে জুভেন্তাস।

ইতালিয়ান ফুটবলে এটি রােনাল্ডাের চতুর্থ খেতাব। জুভেন্তাসের দুটি গােলের মধ্যে প্রথম গােলটি আসে রােনাল্ডাের পা থেকে। পেশাদার ফুটবল ক্রিশ্চিয়ানো রােনাল্ডাের ৭৬০তম গােল। ফিফার রেকর্ড অনুযায়ী জোসেফ বিকালের গােল ছিল ৭৫৯ টি।

Advertisement

কিছুদিন আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ৭৫৭ টি গােলের নজিরটা ভেঙে দেন রোনাল্ডো। রোনাল্ডোর প্রতিদ্বন্দ্ব লিওনেল মেসি এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। তার পা থেকে গােল এসেছে ৭৪২ টি। তবে মেসি ২০০ টি ম্যাচ কম খেলেছেন রোনাল্ডো থেকে।

Advertisement

Advertisement