• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

হােটেল ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কোভিড পরীক্ষার নির্দেশ, চেন্নাইয়ের হােটেল লীলা প্যালেসের ২০ কর্মীর কোভিড পজিটিভ

শহরের পাঁচতারা হােটেল লীলা প্যালেসের ২০ জন রেসিডেন্ট এম্পলয়ির কোভিড পজিটিভ ধরা পড়ল। দেশের সবথেকে বেশি কোভিড আক্রান্ত রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু চতুর্থ।

প্রতিকি ছবি (File Photo: AFP)

শহরের পাঁচতারা হােটেল লীলা প্যালেসের ২০ জন রেসিডেন্ট এম্পলয়ির কোভিড পজিটিভ ধরা পড়ল। দেশের সবথেকে বেশি কোভিড ১৯ আক্রান্ত রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু চতুর্থ। এখনও পর্যন্ত ৮২ লাখ মানুষ সংক্রামিত হয়েছে।

শহরের আরেকটি পাঁচতারা হােটেল আইটিসি গ্র্যান্ড চোলার ৮৫ জন কর্মীর কোভিড পজিটিভ শণাক্ত হওয়ার পর শহরের সমস্ত হােটেল ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কোভিড পরীক্ষা করানাের নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement

লীলা প্যালেস হােটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, হােটেলের ২০ জন স্টাফের কোভিড ১৯ ধরা পড়েছে। তাদের বাড়ির লােকজন ও প্রতিবেশিদের কেভিড পজিটিভ বলে ঘােষণা করা হয়েছে। সরকার নির্দেশিত সমস্ত প্রােটোকেল তারা মেনে চলছেন।

Advertisement

২৩২ জন কর্মীদের করােনা পরীক্ষা করা হল, ১০ শতাংশ করােনা পজিটিভ ধরা পড়েছে। চেন্নাই হােটেলগুলােতে ৬৪১৬ জন কর্মী সরাসরি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৬৮ শতাংশ কর্মী পজিটিভ।

Advertisement