• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এনডাের্সমেন্ট বিতর্কের মাঝে নতুন মাস্ক নিয়ে হাজির সৌরভ

একটি মাস্কের প্রচারে ভারতীয় বাের্ডের সভাপতি। শুক্রবার সৌরভ এই বিজ্ঞাপণের ছবি টুইটারে পােস্ট করে লিখেছেন, সুরক্ষার প্রচারে যুক্ত হতে পেরে আমি গর্বিত।

সৌরভ গাঙ্গুলি (ছবি: IANS)

একের পর এক পণ্যের বিজ্ঞাপণ করা নিয়ে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সমালােচনার ঝড় চলছে। এরমধ্যেই তিনি একটি নতুন বিজ্ঞাপণে হাজির। বড়দিনে টুইট করে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এবার একটি মাস্কের প্রচারে ভারতীয় বাের্ডের সভাপতি। শুক্রবার সৌরভ এই বিজ্ঞাপণের ছবি টুইটারে পােস্ট করে লিখেছেন, সুরক্ষার প্রচারে যুক্ত হতে পেরে আমি গর্বিত।

আর দাদা’র সই করা সীমিত সংখ্যক মাস্ক পাওয়া যাচ্ছে। এই মাস্ক কাচা যায়। ছয় মাস ব্যবহার করা যায়। সর্বোচ্চ সুরক্ষা দেয়। বিসিসিআইয়ের একাধিক সদস্যের দাবি, বোর্ড সভাপতির পদে থেকে সৌরভ কি করে এভাৱে বিজ্ঞাপণ করতে পারেন? শুধু তাই নয়, সৌরভ এমন বেশ কিছু পণ্যের বিজ্ঞাপণ করছেন, যেগুলো ভারতীয় বাের্ডের স্পনসরদের স্বার্থবিরােধী।

Advertisement

এখন সৌরভ গাঙ্গুলির নতুন বিজ্ঞাপণটি প্রচারের আলােয় আসতে আবারও তাকে নিয়ে সমালােচকরা সমালােচনায় নতুন করে মুখর হলে তা নিশ্চিত করে বলে দেওয়া যায়।

Advertisement

Advertisement