• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বুধবার শহর বর্ধমানে আন্দোলনে জেলা যুব কংগ্রেস।বিজয় তােরণের সামনে 'কৃষক বাঁচাও-দেশবাঁচাও' এই কর্মসূচিতে চলে অবস্থান বিক্ষোভ।

প্রতিকি ছবি (Photo: iStock)

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বুধবার শহর বর্ধমানে আন্দোলনে নামে জেলা যুব কংগ্রেস। বিজয় তােরণের সামনে ‘কৃষক বাঁচাও- দেশবাঁচাও’ এই কর্মসূচিতে চলে অবস্থান বিক্ষোভ।

কৃষি বিল ‘কৃষক বিরােধী কালা’ আইন বলে উল্লেখ করে এই সভাতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস নেতারাও। ধান ট্রাকটর নিয়ে অভিনব এই প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ, জেলা নেতা কাশিনাত গাঙ্গুলী, জেলা যুব সভাপতি গৌরব সমাদ্দার , সাধারণ সম্পাদক সঞ্জয় খান, পরাগ সিংহ, কৈলাশ পাসােয়ান, সৈয়দ মুনওয়ার আজম বক্তব্য রাখেন। সভা থেকে সারা দেশের কৃষক আন্দোলনকে সমর্থন জানানো হয়।

Advertisement

Advertisement

Advertisement