পুরােপুরি সুস্থ। দু’সপ্তাহ পর আবারও গলফ কোর্টে ফিরে বন্ধুর সঙ্গে গলফ খেলে খুব খুশি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব।
কপিল টুইট করে বলেন, “আমি আমার শব্দ ব্যক্ত করতে পারছি না। অসুস্থতার পর পুরােপুরি সুস্থ হয়ে আবারও গলফ কোর্টে ফিরে আসতে পারার এই আনন্দটা মুখে বলে বা খাতার লিখে আমি বােঝাতে পারব না। আবারও সকল বন্ধুদের সঙ্গে দেখা গেল এবং তাদের সঙ্গে সময় কাটালাম বেশ খানিকক্ষণ খুব ভালাে লাগল।
Advertisement
যেন একটা নতুন জীবন ফিরে পেলাম আমি আবার। শেষ কয়েকটা সপ্তাহ যা চিন্তায় ছিলাম এখানে আসার পর তা যেন এক নিমিষে উবে গেল।’
Advertisement
Advertisement



