• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শুরু বিয়ের তােড়জোড় বাড়িতেই হল কাজলের গায়ে-হলুদ অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল অভিনেত্রী কাজল আগরওয়াল ও ব্যবসায়ী গৌতম কিচলুর। তার আগে প্রি ওয়েডিং সেরিমনিতে হয়ে গেল গায়ে-হলুদ অনুষ্ঠান।

কাজল আগরওয়াল (ছবি: ইন্সটাগ্রাম | @kajalaggarwalofficial)

বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল অভিনেত্রী কাজল আগরওয়াল ও ব্যবসায়ী গৌতম কিচলুর। তার আগে প্রি ওয়েডিং সেরিমনিতে হয়ে গেল গায়ে-হলুদ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একটি ছবি পােস্ট করেছেন কাজল।

অবশ্য কাজলের পােস্ট করার আগেই তার গায়ে হলুদের নানা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। হলুদ পােশাক ও ফুলের গয়নায় মােহময়ী লাগছিল কাজলকে। বিয়ের অনুষ্ঠান নিয়ে কাজলের বােন নিশা আগরওয়াল বলেছেন, কোভিড -১৯ এর জন্য অনুষ্ঠানে বিশেষ আড়ম্বর থাকছে না। সব বিধি নিষেধ মেনেই বিয়ের পরিবেশ তৈরি হবে। বাড়িতেই প্রথা মেনে গায়ে-হলুদ ও মেহন্দি অনুষ্ঠান হবে। দুটোই হবে বিয়ের আগের দিন। কাজলের বিয়ে ও নতুন জীবন নিয়ে আমরা সবাই খুব আনন্দে আছি।

Advertisement

এর আগে মেহন্দি অনুষ্ঠানের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সিংহম অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রােফাইলে ছবি শেয়ার করেছিলেন তিনি। ফ্লোরাল প্রিন্টের ট্রাডিশনাল আউটফিটই তিনি বেছে নিয়েছিলেন মেহন্দি অনুষ্ঠানের জন্য।

Advertisement

Advertisement