• facebook
  • twitter
Friday, 30 January, 2026

এবার বিহারে ধর্ষিতা হয়ে আত্মহত্যা করলাে দলিত কিশােরী

ইতিমধ্যে হাথরাস কান্ড নিয়ে সারা দেশ তােলপাড়। এমনই এক সময় বিহারের গয়া'য় ধর্ষিত হয়ে এক দলিত কিশােরীর আত্মহত্যার অভিযােগে সরগরম হতে চলেছে বিহার

প্রতিকি ছবি (File Photo: iStock)

ইতিমধ্যে হাথরাস কান্ড নিয়ে সারা দেশ তােলপাড়। এমনই এক সময় বিহারের গয়া’য় ধর্ষিত হয়ে এক দলিত কিশােরীর আত্মহত্যার অভিযােগে সরগরম হতে চলেছে বিহার। বিহার বিধানসভা ভােটের মুখে এই ঘটনায় চাপ বাড়ছে নীতিশ কুমার সরকারের উপর। ইতিমধ্যে ওই নাবালিকার বাবা মা ও চারজনের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাহুল কুমার , চিটু কুমার, চন্দন কুমার, বাকি আরও এক জনের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গয়া মেডিকেল কলেজে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে তবে তার রিপাের্ট হাতে আসেনি। বিহার বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা বিরােধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।

Advertisement

Advertisement