• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিনেমা হল খোলা নিয়ে মমতাকে কাঠগড়ায় দাঁড় করালেন বাবুল

সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Photo: IANS)

সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার ফেসবুকে একটি বড়সড় পোস্ট করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সিনেমা হল খুলে দেওয়া হলে সঙ্কট আরও বাড়বে। কেন্দ্রীয় সরকার ১৫ অক্টোবর থেকে সারা দেশজুড়ে আনলক-৫ শুরু করছে। সেই পর্বে সিনেমা, থিয়েটার, প্রেক্ষাগৃহ খোলা যেতে পারে বলে কেন্দ্র জানিয়েছে। তবে, নির্দেশিকায় বলা হয়েছে দর্শক আসনের ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে হবে। কিন্তু রাজ্য অক্টোবরের ১ তারিখ থেকে সিনেমা হল খুলে দেওয়ার কথা বলেছে। আর এনিয়েই প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়। এপ্রসঙ্গে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেকোনও বিষয়ে সবাইকে টেক্কা দিতে চাইছেন। তাই কেন্দ্রীয় নির্দেশ না মেনে ১ অক্টোবর থেকে সব খুলে দিচ্ছেন। আমি নিজে বিনোদন জগৎ থেকে এসেছি। হাজার হাজার মিউজিসিয়ান, গায়ক, সিনেমা হল মালিকের সমস্যা বুঝি। কিন্তু দ্রুত সিনেমা হল খুলে দিলে তার পরিনতি ভয়াবহ হবে।’

যদিও বাবুল সুপ্রিয়র এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

Advertisement

Advertisement

Advertisement