• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে (Photo by Ishara S. KODIKARA / AFP)

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দেশের সাধারণ নির্বাচনে তাঁর দল শ্রীলঙ্কা পিপলস পার্টি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করে।

মাহিন্দা রাজাপক্ষের প্রাপ্ত ভোটের সংখ্যা ৫০০,০০০ যা শ্রীলঙ্কার জাতীয় নির্বাচনের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। দল ১৪৫ টি কেন্দ্রে একক ভাবে জয় লাভ করেছে। ২২৫ আসনের সংসদে শরিক দলগুলিকে নিয়ে ১৫০ টি আসন পেয়েছে।

Advertisement

দেশের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (সম্পর্কে প্রেসিডেন্ট তাঁর নিজের ছোটো ভাই) তাঁকে শপথ বাক্য পাঠ করান। শ্রীলঙ্কার সংসদীয় রাজনীতিতে মাহিন্দা রাজাপক্ষে ৫০ বছর পূর্ণ করেছেন।

Advertisement

১৯৭০ সালে মাত্র চব্বিশ বছর বয়সে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপর দু’বার প্রেসিডেন্ট নিৰ্বাচিত হয়েছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছেন। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একদশক তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। আগামিকাল মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

Advertisement