• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

মাধ্যমিকের অ্যাডমিট না দেওয়ায় স্কুলকে জরিমানার নির্দেশ আদালতের

সেখানে বিচারপতি ওই স্কুলকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন

ফাইল চিত্র

আগামী ২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি বলে এক ছাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। জানা গিয়েছে, ভবানীপুরের এক নামী স্কুলে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি ওঠে। সেখানে বিচারপতি ওই স্কুলকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। পাশপাশি ওই ছাত্রের কাছ থেকে এনরোলমেন্ট চেয়ে আবেদন করার নির্দেশ দেন এবং মধ্যশিক্ষা পর্ষদকে দ্রুত অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আদালতে মামলাকারী ভবানীপুরের নামী স্কুলের ছাত্রের নাম অয়ন দাস। তার অভিযোগ, স্কুলের গাফিলতিতে শুক্রবার পর্যন্ত সে অ্যাডমিট কার্ড পায়নি। এদিকে সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আর এখনও পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড না পাওয়ায় অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্র। এরপর শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি উঠলে তিনি মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড দিতে নির্দেশ দেন। পাশাপাশি ওই স্কুল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে স্কুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement