• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মিমিকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী তনয় শাস্ত্রী

রবিবার বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর করা হেনস্থার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। গত রবিবার বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তবে গ্রেপ্তারের সময় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বনগাঁর এক ক্লাবের অনুষ্ঠানে নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছন মিমি চক্রবর্তী। অভিযোগ, দেরিতে পৌঁছনোর কারণ দেখিয়ে তাঁকে মঞ্চে পারফর্ম করতে দেওয়া হয়নি এবং অনুষ্ঠান মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই অভিযোগে বনগাঁ থানায় জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মিমি। সেই অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।
অভিযোগ দায়েরের তিন দিনের মাথায় বৃহস্পতিবার তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ যখন তাঁকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে পৌঁছয়, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তনয় শাস্ত্রীর অনুগামী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের কাজে বাধা দেয়। এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। মহিলারা জড়ো হয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ব্যাপক উত্তেজনার মধ্যেই তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানায় নিয়ে যায় পুলিশ।
এই ঘটনায় স্থানীয় স্তরে রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনার ঝড় উঠেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয়দের ভূমিকা নিয়েও আলাদা করে তদন্ত করা হবে।

Advertisement

Advertisement