পরপর তিনটি টি-টোয়েন্টি ক্রিকেটে জয় তুলে নিয়েছে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই জয়ের হ্যাটট্রিকে ভারতের ক্রিকেটাররা আত্মবিশ্বাসে ভরপুর। বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে সূর্যকুমার যাদব ব্রিগেড। স্বাভাবিকভাবে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যেই তাঁদের সিরিজ হাতছাড়া হয়েছে। তবুও বাকি থাকা দুটো ম্যাচে তাঁরা যদি লড়াই করে ভারতের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন, তাহলে কিছুটা সম্মান থাকবে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। ভারতীয় দলে জায়গা পাওয়া তিলক ভার্মা এখনও ফিট হয়ে উঠতে পারেননি। সেই কারণে শেষ পর্যন্ত তিলক ভারতীয় দলে খেলতে পারবেন কিনা, সেই প্রশ্নটা উঁকি দিয়েছে। সোমবারই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও খানিকটা সময় লাগবে তিলকের। তিনি সম্ভবত বিশ্বকাপ শুরুর দিন চারেক আগে ভারতীয় দলে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর সোজা বিশ্বকাপে নামবেন তিলক।
Advertisement
বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “তিলক বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শারীরিক কসরত শুরু করেছেন। তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে ওঠার দিকে এগোচ্ছেন। অন্যদিকে তবে চলতি টি-২০ সিরিজে তিনি খেলতে পারবেন না সে নিয়ে নির্বাচকরা বেশ চিন্তিত। আবার শ্রেয়স আইয়ারকেই দলের সঙ্গে রাখা হচ্ছে।
Advertisement
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে বিজয় হাজারেতে খেলার সময় তলপেটে চোট পেয়েছেন তিলক। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। জানা গিয়েছে, খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। তারপর থেকেই বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সে রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর।
জানা যাচ্ছে, ৩ ফেব্রুয়ারি দলে যোগ দিতে পারেন তিনি। নিতান্তই যদি ফিট হতে না পারেন বিশ্বকাপের আগে? সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে দুটি নাম ভাসছে। এক শ্রেয়স আইয়ার। যিনি চলতি টি-২০ সিরিজে তিলকের বদলি হিসাবে দলে রয়েছেন। কিন্তু এখনও প্রথম একাদশে সুযোগ পাননি। দুই, রিয়ান পরাগ। অসমের এই অলরাউন্ডারও ভালোরকম দলে আসার লড়াইয়ে রয়েছেন। তবে বিসিসিআই চেষ্টা করছে, শেষপর্যন্ত তিলকের
জন্য ঝাঁপানোর।
Advertisement



