• facebook
  • twitter
Tuesday, 27 January, 2026

আইএসএলের খসড়া সূচি প্রকাশ করল ফেডারেশন

প্রথম দিনেই খেলবে মোহনবাগান

জল্পনার অবসান। আসন্ন আইএসএলের জন্য প্রাথমিক সূচি প্রকাশ করলো ফেডরেশন। আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল ফুটবলের অভিযান শুরু হচ্ছে। আর এবারে ডার্বি ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ৩ মে। তবে ১৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে অংশ নেবে মোহনবাগান সুপার জায়ান্টস। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। টুর্নামেন্টের প্রথমদিনে আরও একটি ম্যাচ আছে। সেদিন দ্বিতীয় ম্যাচে গোয়ায় এফসি গোয়া মুখোমুখি হবে ইন্টার কাশীর সঙ্গে। সূচি অনুযায়ী সংক্ষিপ্ত ফরম্যাটের এবারের লিগে প্রতিটি দলই ১৩ ম্যাচ খেলবে। সবমিলিয়ে মোট ৯১ ম্যাচ হবে। মোহনবাগানের পরের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। জামশেদপুরের বিরুদ্ধে তাদের এই ম্যাচটি জামশেদপুরে।

তবে শুধু এই ম্যাচই নয়, সাদা-কালো ব্রিগেডের বাকি হোম ম্যাচগুলোও জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছে। আসলে, ঘরের মাঠ হিসেবে কলকাতার কোনও স্টেডিয়ামকে দেখাতে পারেনি ­তারা। তাই ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, কলকাতার অন্য প্রধান ইস্টবেঙ্গল মাঠে নামবে ১৬ ফেব্রুয়ারি। যুবভারতীতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি।

Advertisement

Advertisement

Advertisement