হঠাৎই অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে। কোয়ার্টার ফাইনালে আচমকাই হেরে গেলেন মহিলাদের তৃতীয় বাছাই কোকো গফ। দ্বাদশ বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনার কাছে স্ট্রেট সেটে হারলেন তিনি। খেলার ফলাফল গফের বিপক্ষে ১-৬, ২-৬। মঙ্গলবার রড লেভার এরিনায় মূলত সার্ভিসের সমস্যায় ভুগতে হল গফকে। পাঁচটি ডবল ফল্ট করেন তিনি। এদিকে, পরপর তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন সোয়াইতোলিনা।
তবে, আমেরিকান তারকা হেরে গেলেও সহজ জয়ে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছেন পুরুষদের তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। একটি সেট হারলেও ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি তাঁর।
Advertisement
এদিন খেলার শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন জেরেভ। ক্রমতালিকায় ২৫ নম্বরে থাকা আমেরিকার লিয়ার্নার তিয়েনের বিরুদ্ধে ৬-৩, ৬-৭, ৬-১, ৭-৬ সেটে সহজেই জেতেন তিনি। তবে, দু’টি সেট টাইব্রেকারে যায়। যার একটিতে হেরে যান জেরেভ। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলা টাইব্রেকারে গেলে সেটটি জিতে নেন তিয়েন। এরপর তৃতীয় সেটে ফের দাপট দেখাতে থাকেন জার্মান তারকা। তবে, কোয়ার্টার ফাইনালে হারলেও দুরন্ত খেলা উপহার দিলেন লিয়ার্নার তিয়েন।
Advertisement
এদিন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজও। ষষ্ঠবাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন তিনি। খেলার ফলাফল আলকারাজের পক্ষে ৭-৫, ৬-২, ৬-১। এই জয়ের ফলে সেমিফাইনালে জেরেভের মুখোমুখি হবেন তিনি। এছাড়াও সহজ জয়ে সেমিফাইনালে পৌঁছেছেন এরিনা সাবালেঙ্কা। টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে স্ট্রেট সেটে তিনি হারিয়ে দিলেন আমেরিকার ইভা জোভিচকে। সাবালেঙ্কার দাপটের সামনে দাঁড়াতেই পারেননি জোভিচ। প্রথম সেটে একবার জোভিচের সার্ভিস ভাঙেন তিনি। তারপর আর ম্যাচে ফিরতে পারেননি আমেরিকান এই খেলোয়াড়। সহজেই ৬-৩, ৬-০ ব্যবধানে ম্যাচ জিতে নেন বেলারুশের এই তারকা। তবে, ম্যাচ জিতলেও শীর্ষবাছাইকে সাবালেঙ্কাকে কিছুটা হলেও ভোগালো তাঁর সার্ভিস। ফলে, একবার জোভিচ সার্ভিস ভাঙার সুয়োগ পেয়েছিল। কিন্তু, তা কাজে লাগাতে পারেননি তিনি। নাহলে খেলার ফলাফল অন্যরকম হতেই পারতো। সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ সোয়াইতোলিনা, যিনি তৃতীয় বাছাই গফকে হারিয়ে সেমিফানালের যোগ্যতা পেয়েছেন।
Advertisement



