দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকশিত ভারতের সংকল্প ধরা পরল তাঁর বার্তায়। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা সোমবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘সাধারণতন্ত্র দিবসে সকল দেশবাসীকে জানাই অনেক শুভেচ্ছা ভারতের গর্ব ও গৌরবের প্রতীক এই জাতীয় উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও উৎসাহ সঞ্চার করুক। আমি প্রার্থনা করি বিশেষ এই উৎসব থেকে বিকশিত ভারতের সংকল্প আরও দৃঢ় হোক হয়ে উঠুক।’
প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সাধারণতন্ত্র দিবসে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আমাদের সংবিধানের মূল্যবোধ, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। বহুত্ববাদ, বৈচিত্র্য, সামাজিক সম্প্রীতির পথে এগিয়ে চলার সংকল্প গ্রহণ করি।’
Advertisement
তিনি আরও লেখেন, ‘স্বাধীনতার মূল্য হল চিরন্তন সতর্কতা। সেই সতর্কতা বজায় রাখার জন্যই সকলকে আহ্বান জানাচ্ছি। আমাদের প্রজাতন্ত্র এবং সংবিধান আজ সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধ দাবি করে। এই বিশেষ দিনে দেশের সকল স্বাধীনতা সংগ্রামী, সংবিধান প্রণেতা, আমাদের জওয়ান এবং ভারতের সাধারণ নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
Advertisement
Advertisement



