মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে নন্দীগ্রামে শুরু হয়েছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। গত এক সপ্তাহে এই শিবিরে উপকৃত হয়েছেন প্রায় ১৮ হাজারের বেশি মানুষ। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের ভিড় নজর কাড়ছে। এই বিপুল সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে তিনি লেখেন, নন্দীগ্রাম থেকে যে সাড়া মিলছে, তা মানুষের বিশ্বাস ও ভরসারই প্রতিফলন। মানুষের সেবায় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্যের বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আগামীকাল একদিন বিরতি রেখে নন্দীগ্রামের সেবাশ্রয় শিবির ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিকতা ও নিষ্ঠার জন্যও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত সপ্তাহ থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবির চালু হয়েছে। নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে দুটি ক্যাম্প খোলা হয়েছে। নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়েই এই মানবিক কর্মসূচির উদ্বোধন হয়। প্রথম দিনেই শিবিরে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং জানান, সেবাশ্রয়-এর মূল লক্ষ্য নিঃস্বার্থ ও সম্পূর্ণ বিনামূল্যে মানবসেবা।
Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, স্বাস্থ্য পরিষেবা কোনও দয়া নয়, এটি মানুষের মৌলিক অধিকার। ডায়মন্ড হারবারে সাংসদ থাকাকালীন যে স্বাস্থ্যকেন্দ্রিক কর্মসূচি তিনি শুরু করেছিলেন, তা আজ আর একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। রাজ্যের অন্যান্য প্রান্তেও সেই মানবিক মডেল ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য।
Advertisement
এরই মধ্যে নন্দীগ্রামে বুধবার এসআইআর সংক্রান্ত শুনানির সময় একাধিক প্রবীণ নাগরিক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে তাঁদের দ্রুত শুনানি কেন্দ্র থেকে নিকটবর্তী সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজন অনুযায়ী তাঁদের সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় আবারও সামনে এসেছে সেবাশ্রয় শিবিরের তাৎক্ষণিক ভূমিকা ও কার্যকারিতা।
বর্তমানে নন্দীগ্রামের দুই ব্লকে দুটি মডেল সেবাশ্রয় শিবির চলছে। মানুষের স্বাস্থ্য, সুরক্ষা ও সম্মান রক্ষায় এই উদ্যোগ যে তৃণমূল কংগ্রেসের মানবিক রাজনীতিরই প্রতিফলন, তা একবাক্যে মানছেন স্থানীয় বাসিন্দারা। নন্দীগ্রামে সেবাশ্রয় এখন শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, মানুষের ভরসার ঠিকানাও বলে মনে করা হচ্ছে।
Advertisement



