• facebook
  • twitter
Wednesday, 21 January, 2026

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় তদন্ত করতে পারে রাজ্য পুলিশ: সুপ্রিম কোর্ট

রাজ্যের সীমানার মধ্যে ঘটা যে কোনও ধরণের দুর্নীতির তদন্ত করার অধিকার রাজ্য পুলিশের আছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের সীমানার মধ্যে ঘটা যে কোনও ধরণের দুর্নীতির তদন্ত করার অধিকার রাজ্য পুলিশের আছে। কোনও কেন্দ্রীয় কর্মচারী হলেও তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। এক মামলার রায়ে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বে়ঞ্চ জানিয়েছে, রাজ্য পুলিশ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-র অধীনে অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তদন্ত করতে পারবেন। এমনকি চার্জশিট দাখিলের পূর্ণ ক্ষমতা রয়েছে রাজ্য পুলিশের। 

রাজস্থানের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় শীর্ষ আদালত। ওই ঘটনায় কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে এবং এক কেন্দ্রীয় কর্মচারীর নাম জড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে চার্জশিটও পেশ করে। চার্জশিটে ওই কেন্দ্রীয় কর্মচারীর নাম অন্তর্ভুক্ত থাকায় তিনি আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল, তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়ায় রাজ্য পুলিশের তাঁর বিরুদ্ধে তদন্ত করার কোনও এক্তিয়ার নেই এবং এই ধরনের তদন্ত শুধুমাত্র সিবিআই করতে পারে। 
 
অভিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই যুক্তিতে রাজস্থান হাইকোর্টে মামলা করেন। কিন্তু উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানান। তবে শীর্ষ আদালতও তাঁর দাবি খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের সীমানার মধ্যে ঘটা যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগের তদন্ত করার পূর্ণ অধিকার রাজ্যের দুর্নীতি দমন শাখা বা রাজ্য পুলিশের রয়েছে। অভিযুক্ত ব্যক্তি কেন্দ্রীয় কর্মচারী হলেও তাতে কোনও বাধা নেই।
সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, আইন অনুযায়ী কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ‘যথাযথ সরকারের’ অনুমোদন প্রয়োজন হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, তদন্তের দায়িত্ব কেবলমাত্র কোনও নির্দিষ্ট কেন্দ্রীয় সংস্থার হাতেই থাকবে।

শীর্ষ আদালত আরও জানায়, কোনও কেন্দ্রীয় কর্মচারী দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেতে ‘যুক্তরাষ্ট্রীয় মর্যাদা’ বা কেন্দ্র-রাজ্য বিভাজনকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন না। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফৌজদারি বিচারব্যবস্থায় সমন্বয় আরও জোরদার হবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনিক বাধা অনেকটাই কমবে।

Advertisement

Advertisement

Advertisement