• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

তামান্না খুনে গ্রেপ্তার আরও ১

সোমবার গভীর রাতে কোনা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ

তামান্ন খুনের মামলায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে প্রায় আট মাস আত্মগোপন করে ছিল অভিযুক্ত সাবিরুল শেখ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। সোমবার গভীর রাতে কোনা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তামান্ন খাতুন খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

২৩ জুন, ২০২৫। নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন। সে দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় ৯ বছরের নাবালিকা তামান্ন খাতুনের। ঘটনায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির জন্য পুলিশকে নির্দেশ দেন।

Advertisement

পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে। ২৪ ঘণ্টার মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সকল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন মৃতার মা সাবিনা খাতুন।

Advertisement

সম্প্রতি মেয়ে হারানোর যন্ত্রণায় আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তার কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার হল তামান্না খুনে অভিযুক্ত সাবিরুল শেখ। বোমাবাজির ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিল সে।

Advertisement