প্রবল তুষারপাতে বিপর্যস্ত আমেরিকার মিশিগান। সঙ্গে বইছে হাওয়া। দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। চার হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সোমবার আমেরিকার মিশিগানে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। একে অন্যকে ধাক্কা মেরে পরপর দাঁড়িয়ে গেল ১০০-রও বেশি গাড়ি। গুরুতর জখম হয়েছেন ১২ জন। হাইওয়ে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
ট্রাকের পিছনে গাড়ির লম্বা সারি ছিল। তুষারপাতের জেরে সামনে দুর্ঘটনা ঘটেছে, পিছনের গাড়ির চালকরা দেখতে পাননি। তার জেরেই একে অন্যকে ধাক্কা মারতে শুরু করে গাড়িগুলি।
Advertisement
দুর্ঘটনার জেরে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে অটোয়া কাউন্টির শেরিফ। তবে ১২ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরেই হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছে মিশিগান পুলিশ। আপাতত ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরানোর কাজ চলছে।
Advertisement
Advertisement



