• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

আনোয়ার ইস্যুতে ক্যাসের দ্বারস্থ মোহনবাগান

আনোয়ার আলি ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হল মোহনবাগান সুপার জায়েন্ট

আনোয়ার আলি ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হল মোহনবাগান সুপার জায়েন্ট। যদিও, বিষয়টি নিয়ে আগেই ফিফার দ্বারস্থ হয়েছিল তারা। সেইসময় ফিফার পক্ষ থেকে ফেডারেশনকে মামলাটির দ্রুত নিস্পত্তি করতে বলা হয়েছিল। তারপরে, কিছুদিন আগে ফেডরেশনের পক্ষ থেকে মামলাটি ফের একবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, তাতেও তদন্তের কোনওরকম অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ম্যানেজমেন্ট সোমবারই ক্যাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রসঙ্গে বলা যায়, দু’মরসুম আগে আনোয়ার আলি সবুজ-মেরুন শিবির ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। সেইসময় মোহনবাগান ম্যানেজমেন্ট বিষয়টিকে অনৈতিক আখ্যা দিয়ে ফেডারেশনের দ্বারস্থ হয়েছিল। কিন্তু, দীর্ঘ দু’বছর ধরে মামলাটির কোনরকম নিস্পত্তি না হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তারা। তবে মোহনবাগান একা নয়, এই মামলা থেকে মুক্তি পেতে কিছুদিন আগেই ফেডারেশনকে আইনি চিঠি পাঠিয়েছিলেন আনোয়ার আলি নিজেও। তাতেও, অবশ্য বিশেষ লাভ হয়নি। ফলে এখন দেখার বিষয় হল ক্যাসের কোনও নির্দেশ এলে আদৌ তদন্তের কোনও অগ্রগতি হয় কি না ?

Advertisement

Advertisement

Advertisement