সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন কার্লোস আলকারাজ। রবিবার পুরুষদের সিঙ্গলসের প্রথম ম্যাচে তিনি হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনকে। স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (৭-২), ৬-২ ব্যবধানে ওয়ালটনকে সহজেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন স্প্যানিশ এই তারকা। পরবর্তী রাউন্ডে তাঁর প্রতিপক্ষ জার্মানির ইয়ানিক হানফম্যান।
এই প্রসঙ্গে বলা যায়, নতুন কোচ স্যামুয়েল লোপেজের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছেন পুরুষদের শীর্ষ বাছাই আলকারাজ। আর শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ২২ বছর বয়সী এই তারকা। এদিন তাঁর নিখুঁত ফোরহ্যান্ডের কোনো জবাব ছিল না প্রতিপক্ষ অ্যাডামের কাছে। এদিকে, ফরাসি ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন খেতাব জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনে এখনও খেতাব জিততে পারেননি আলকারাজ। ফলে, চলতি মরসুমে সেই অধরা মাধুরী জিততে বদ্ধপরিকর স্প্যানিশ এই তারকা।
Advertisement
অন্যদিকে, প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন আলেকজান্ডার জেরেভ। সিঙ্গলসের প্রথম রাউন্ডে কানাডার প্রতিপক্ষ গ্যাব্রিয়াল ডিয়ালোকে চার সেটের হাড্ডাহাডি লড়াইয়ে হারিয়ে দেন তিনি। তৃতীয় বাছাই জেরেভের পক্ষে খেলার ফলাফল ৬-৭ (১-৭), ৬-১, ৬-৪, ৬-২। প্রথম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছেন এরিনা সাবালেঙ্কাও। মহিলাদের সিঙ্গলসে ইতালির তিয়ানতসোয়া সারাকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফলাফল সাবালেঙ্কার পক্ষে ৬-৪, ৬-১। এছাড়াও, মহিলাদের সিঙ্গলসে ৬-৪, ৬-১ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নিয়েছেন এমা রাদুকানু।
Advertisement
তবে, নজির গড়েও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল মার্কিন তারকা ভেনাস উইলিয়ামসকে। দীর্ঘ চার বছর বাদে ফের একবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত সার্বিয়ান ওলগা দানিলোভিচের কাছে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪ ব্যবধানে হেরে যান তিনি। যদিও, তার আগেই সবচেয়ে বেশি বয়সি মহিলা খেলোয়াড় হিসেবে কোনও একটি গ্র্যান্ডস্ল্যামের সিঙ্গলসে খেলার নজির গড়েছিলেন ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামস।
Advertisement



