ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটের বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান দুজনে। আর গত বছর টেস্ট ফর্ম্যাট থেকে আচমকাই সরে দাঁড়ান ইংল্যান্ড সফরের আগে। শুধুমাত্র আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে এখনও খেলছেন বিরাট কোহলি।
২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ খেলার লক্ষ্যেই এখনও ২২ গজে নামছেন দুই তারকা ব্যাটসম্যান। ১৮ জানুয়ারি কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্য়াচে দুজনেই খেলতে নেমেছেন। কিন্তু রবিবারের পর ফের ৬ মাসের অপেক্ষা। এই সময়টা আর কোনও ম্যাচে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না এই তারকাকে।একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওযার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে দুটো দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে দুটো দল। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে।
Advertisement
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। এরপরই রয়েছেই আইপিএল। যা শুরু হওয়ার কথা আগামী ২৬ মার্চ থেকে।ভারতীয় দলের পরবর্তী একদিনের সিরিজ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ হওয়ার কথা আগামী জুন মাসে। সেই সিরিজেই হয়ত ফের একবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।
Advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরান করলেও এরপর থেকে রোহিতের ব্যাট থেকে শতরান আসেনি। এমনকী কিউয়িদের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে কোনও বড় ইনিংস খেলতে পারেননি হিউম্যান। তবে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটোএকদিনের ম্যাচে শতরানের পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ৯৩ রানের ইনিংস খেলেছেন।কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মাকে পাওয়া যাবে না, কারণ এই ফর্ম্যাট থেকে তিনি সরে দাঁড়িয়েছেন ২ বছর আগেই।
তবে এই ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রান করার তালিকায় দু দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন হিউম্যান। প্রাক্তন ভারত অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রোহিত শর্মা মোট ১৭ ইনিংস খেলেছেন। ঝুলিতে রয়েছে মোট ৫১১ রান করেছেন।আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্বে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। তাঁর নেতৃত্বেই আগামী মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে ভারতীয় দল। এখন দেখার বিষয় ঘটনা কী ঘটে!
Advertisement



