• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

বাংলা ভাষা-দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে বিজেপি: মোদী

বাংলা গবেষণাকে আরও এগিয়ে দেবে বলেও এদিন দাবি করেন তিনি

দুই দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, অর্থাৎ শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস উদ্বোধন করেন তিনি। শনিবারের পর আজ রবিবার  সিঙ্গুরের সরকারি মঞ্চ থেকে হুগলির বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এছাড়া জয়রামবাটী–বড়গোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধনও এদিন করেন তিনি। পাশাপাশি তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনেরও রবিবার সূচনা করেন মোদী।

এদিন মোদীর সভায উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর সঙ্গে রয়েছেন কেন্দ্রের দুই মন্ত্রী— সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকেও। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব নেন প্রধানমন্ত্রী। বিজেপি সরকার ক্ষমতায় এসেই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে বলে দাবি করেন মোদী।

Advertisement

বাংলা গবেষণাকে আরও এগিয়ে দেবে বলেও এদিন দাবি করেন তিনি। সেই সঙ্গে বিজেপি সরকারের উদ্যোগেই দুর্গাপুজো ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা অর্জন করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিও আমাদের সরকারের আমলেই হয়েছে। বিজেপি দিল্লিতে সরকার গঠনের পরই তা হয়েছে। এর ফলে বাংলা ভাষা নিয়ে গবেষণায় আরও গতি আসবে। বিজেপি সরকারের উদ্যোগেই দুর্গাপুজোকে ইউনেসকো কালচারাল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে।‘

Advertisement

Advertisement