• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

মতুয়াদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

মোদীর গ্যারান্টি, মতুয়া, যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদী সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে

চলতি এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে মালদহ থেকে মতুয়াদের অভয়বাণী দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন থেকে  বলেন, ‘ মোদীর গ্যারান্টি, মতুয়া, যাঁরা প্রতিবেশী দেশে ধর্মের কারণে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদী সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে। এখানে যে বিজেপি সরকার হবে, তারা মতুয়া, নমঃশূদ্র শরণার্থীদের বিকাশের কাজে গতি আনবে। বাংলায় পরিবর্তন আনার দায়িত্ব রয়েছে মা-বোন, যুবকদের’

Advertisement

Advertisement