ভোটমুখী বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ স্টেশন থেকে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী। বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের পাশাপাশি ৪টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ও ২টি এক্সপ্রেস ট্রেনেরও ফ্ল্যাগ অফ করেন তিনি।
এ দিন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে ট্রেনটি ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। কথা বলেন এই ট্রেনের চালকদের সঙ্গে। স্কুলের কচিকাঁচারাও উপস্থিত ছিল ট্রেনে। তাদের সঙ্গেও কথা বলেন
Advertisement
মোদী এদিন বলেন, ‘আজ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হল। আপনাদের যাত্রা আরও সহজ, আনন্দদায়ক হল। আমি মালদহ স্টেশনে ট্রেনে বসে যাত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বললাম। তাঁরা ট্রেনে বসেই দারুণ আরাম উপভোগ করছেন বলে আমাকে জানিয়েছেন। এই ট্রেন মেড ইন ইন্ডিয়া, এতে মিশে রয়েছে প্রতি ভারতীয়ের শ্রমের ঘাম। দেশের আধুনিক রেল পরিষেবার সুবিধা পাবেন বাংলার মানুষ। আরও চারটি অমৃত ভারত ট্রেন ছাড়বে বাংলা থেকে।‘
Advertisement
কমলা ও ধূসর রঙের অত্যাধুনিক এই ট্রেনে যাত্রীদের কমপক্ষে ৬ ঘণ্টার সফর সময় বাঁচবে। মালদা টাউন স্টেশন ছেড়ে যাওয়ার পরে উদ্বোধনের দিন এই ট্রেন থামছে সাতটি স্টেশনে— আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া।
ভোটের আগে বাংলায় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনকে রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। মোদী বলেন, ‘মা কালী আর কামাখ্যাকে যোগ করছে এই ট্রেন।‘ অর্থাৎ বন্দে ভারত স্লিপারের উদ্বোধনেও লাগল হিন্দুত্বের ছোঁয়া। এদিন মোদি আরও বলেন, ‘আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বলতাম, এমন ট্রেন যদি ভারতে হত। এখন ভারতেই তা বাস্তবায়িত হচ্ছে। আমেরিকা এখন ভারতকে এত ভালো কাজ করতে দেখে অবাক হয়ে যাবে।’ তবে এর মধ্যেই মালদহ স্টেশনে আরপিএফের ‘অমানবিকতার’ ভিডিও ভাইরাল হয়েছে। আর তা নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। সাধারণ যাত্রীকে স্টেশনে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল।
Advertisement



