ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। জানানো হয়েছে, পরিস্থিতি খুবই সংবেদনশীল। তাই ইজরায়েলে থাকা ভারতীয়দের চূড়ান্ত সতর্ক থাকতে হবে। ইজরায়েল কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ মেনে চলতে হবে। বিদেশমন্ত্রকের পরামর্শ, খুব প্রয়োজন ছাড়া ইজরায়েলে যাত্রা এড়িয়ে চলাই শ্রেয় হবে।
বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জরুরি পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। এগুলি হল – ৯৭২-৫৪-৭৫২০৭১১, ৯৭২-৫৪-৩২৭৮৩৯২ – এগুলি ২৪ ঘণ্টাই খোলা। ইরান জুড়ে অস্থিরতার মধ্যেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আমেরিকা এখনও ইরানে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাতিল করেনি বলেই খবর। অন্যদিকে ইরানের হুঁশিয়ারি, ‘আমাদের ওপরে হামলা হলে, ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলি আমাদের পরবর্তী লক্ষ্য হবে।’ ফলে স্বাভাবিকভাবেই তেল আভিভে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। ইরান–ইজরায়েল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, তাই পরিস্থিতি আরও বিতর্কিত আকার নিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ ও মধ্য ইজরায়েলের কয়েকটি এলাকায় আশ্রয়শিবির খোলার নির্দেশ জারি হয়েছে। ইরানের পরিস্থিতিও জটিল হচ্ছে। বুধবার তেহরানে ভারতীয় দূতাবাস নতুন করে সতর্কতা জারি করেছে। ইরানে থাকা ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক – সবাইকে যত দ্রুত সম্ভব দেশত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাণিজ্যিক বিমান বা যে কোনও পরিবহণ ব্যবস্থার সাহায্যে বেরিয়ে আসতে বলা হয়েছে। ইরানে বর্তমানে ১০ হাজারেরও বেশি ভারতীয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ছাত্র। পরিস্থিতি আরও খারাপ হলে এয়ারলিফট বা ইভ্যাকুয়েশন অপারেশন চালাতে প্রস্তুতি নিচ্ছে ভারত।
Advertisement