• facebook
  • twitter
Monday, 12 January, 2026

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে সমাজমাধ্যমে দাবি ট্রাম্পের, জল্পনা

সমাজমাধ্যমের পোস্টে ট্রাম্পের ছবির সঙ্গে পদের জায়গায় লেখা রয়েছে 'ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, দায়িত্বপ্রাপ্ত জানুয়ারি ২০২৬' 

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভেনেজুয়েলায় আমেরিকার হানাদারি এবং সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্তাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। রবিবার সমাজমাধ্যমে ছবি পোস্ট করে বিষয়টি জানান তিনি। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

সমাজমাধ্যমের পোস্টে ট্রাম্পের ছবির সঙ্গে পদের জায়গায় লেখা রয়েছে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, দায়িত্বপ্রাপ্ত জানুয়ারি ২০২৬।’  ছবিতে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবেও উল্লেখ করা হয়েছে।চলতি বছরের জানুয়ারি মাস থেকেই তিনি এই দায়িত্ব নিয়েছেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। সবার উপরে আবার লেখা হয়েছে, ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা’।
 
যদিও ট্রাম্পের উইকিপিডিয়ার পেজে এমন কোনও পদের কথা উল্লেখ নেই। মনে করা হচ্ছে, উইকিপিডিয়ার নকল পেজের স্ক্রিনশট শেয়ার করেন ট্রাম্প। এটি প্রযুক্তির কারুকাজে আসলটির উপর ওই পদের কথা উল্লেখ করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। তিনি কেন এমন পোস্ট করলেন, তা এখনও স্পষ্ট নয়। অনেকে মনে করছেন, নিকোলাস মাদুরোর অবর্তমানে তিনিই যে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করবেন তা বোঝাতেই এই কাজ করেছেন ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্প জানান, ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে ভারসাম্য বজায় রেখে কাজ করছে আমেরিকা৷ তেলের ব্যবসা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কও উন্নতির পথে বলে জানান তিনি ৷ ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং নিকোলাস মাদুরোকে অপহরণের পর কারাকাসের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্পকে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি সত্যিই ভালো । আমরা দেশটির নেতৃত্বের সঙ্গে খুব ভালোভাবে কাজ করছি ৷ আগামী দিনে পরিস্থিতি কেমন থাকবে, আপাতত সেই দিকেই নজর রয়েছে ৷’
ভেনেজুয়েলার উপর আক্রমণের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যতক্ষণ না-পর্যন্ত আমরা একটি নিরাপদ, সঠিক ও বিচক্ষণ পরিবর্তনে আসতে পারছি, ততক্ষণ ভেনেজুয়েলার দায়িত্ব থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর।এই মুহূর্তে আমরা কোনও ঝুঁকি নিতে পারব না ৷ দেশবাসীর কথা মাথায় রেখে আমরা চাই না দেশটির ক্ষমতা যেকোনও ব্যক্তি দখল করুক ৷ এই পরিস্থিতিতে এই ধরণের পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। 

Advertisement

Advertisement

Advertisement