• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

কোয়ার্টার ফাইনালে আকনে ইয়ামাগুচি পুরো ম্যাচ খেলতে পারায় সহজেই শেষ চারের যোগ্যতা অর্জন বিশ্ব ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা এই তারকা।

বছরের শুরুটা খুব একটা ভালো হল না পি ভি সিন্ধুর। মালয়েশিয়া ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হল তাঁকে। ৫২ মিনিটের লড়াইয়ে চীনের প্রতিপক্ষ ওয়াং ঝি ইয়ের কাছে ১৬-২১, ১৫-২১ ব্যবধানে হার মানলেন ভারতের এই তারকা শাটলার। শনিবার অবশ্য শুরুটা খুব একটা খারাপ করেননি সিন্ধু। একটা সময়ে ৯-৭ ব্যবধানে এগিয়ে ছিলেন অলিম্পিকে পদকজয়ী এই শাটলার। সেখান থেকে দুরন্ত লড়াইয়ে সমতা ফেরান ওয়াং। সেইসময় ১০-১০ ব্যবধান হয়ে যায়। এরপরেই, চীনের প্রতিপক্ষের পাল্টা লড়াইয়ে চাপে পরে যান সিন্ধু। ওয়াংয়ের আক্রমণাত্মক মেজাজের সামনে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। বরং, ১৯-১৬ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর টানা ২ পয়েন্ট জিতে প্রথম গেম দখল করে নেন ওয়াং। প্রথম গেমে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিলেন সিন্ধু। তাতে বিশেষ লাভ হয়নি। শুরুর দিকে সমানে সমানে লড়াই চালালেও ওয়াংয়ের কাছে ৯-১১ পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি। সেই সুযোগে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় গেম ও ম্যাচটি জিতে নেন ওয়াং।

এই প্রসঙ্গে বলা যায়, ২০২১ সালের ইন্দোনেশিয়া ওপেনের পর এই প্রথম কোনও সুপার ১০০০ সিরিজের সেমিফাইনালে উঠেছিলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আকনে ইয়ামাগুচি পুরো ম্যাচ খেলতে পারায় সহজেই শেষ চারের যোগ্যতা অর্জন বিশ্ব ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা এই তারকা। সেমিফাইনালে দুরন্ত লড়াই করেও বিশ্বের দ্বিতীয় বাছাই ওয়াং ঝিয়ের কাছে হেরে ফাইনালের আগেই অভিযান শেষ হল সিন্ধুর।

Advertisement

Advertisement

Advertisement