• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার

রাজ্যের ক্যাভিয়েট দাখিলের পর সুপ্রিম কোর্টে গেল ইডি

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দপ্তরে ইডি অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকার। শুক্রবার ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরেই ইডি সুপ্রিম কোর্টে যাবে বলে খবর শোনা যায়। ইডির সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য। এই ক্যাভিয়েট আবেদন দায়ের করেছেন কুণাল মিমানি। রাজ্যের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে, আইপ্যাক সংক্রান্ত কোনও মামলায় যদি শীর্ষ আদালত শুনানি করে, তবে রাজ্য সরকারের বক্তব্য না শুনে যেন কোনও একতরফা নির্দেশ জারি না করা হয়

কয়লা পাচার মামলার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। নথিপত্র নিয়ে বেরিয়ে যান তিনি। ভোটের রণকৌশল এবং প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল এবং প্রতীক জৈনের পরিবার। পাল্টা মামলা করে ইডি।

Advertisement

ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দু’টি মামলার শুনানির জন্য ওঠে। তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায় শুনানি। আগামী ১৪ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানায় হাইকোর্ট। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেইল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী পৃথক বেঞ্চ তৈরি করারও আবেদন জানানো হয়। সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ১৪ জানুয়ারিই ইডি মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

Advertisement

সুপ্রিম কোর্টে রাজ্যের ক্যাভিয়েট দাখিলের পরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। আইনজীবী মহলের ব্যাখ্যা অনুযায়ী, ক্যাভিয়েট দাখিলের অর্থ হল, প্রতিপক্ষ যাতে একতরফা ভাবে কোনও আইনি সুবিধা আদায় করতে না পারে এবং রাজ্যকে না জানিয়ে যাতে কোনও নির্দেশ না দেওয়া হয়। ইডির  যাওয়ার আগেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

 

Advertisement