• facebook
  • twitter
Wednesday, 7 January, 2026

যশ অভিনীত ‘টক্সিক’ ছবিতে রহস্যময় রেবেকা রূপে তারা সুতারিয়া

প্রকাশ্যে প্রথম ঝলক

টক্সিক ছবিতে তারা সুতারিয়ার ফার্স্ট লুক।

যশ অভিনীত আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশই বাড়ছে। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন ছবির নির্মাতারা। শনিবার প্রকাশ্যে আনা হল অভিনেত্রী তারা সুতারিয়ার প্রথম ঝলক। এই ছবিতে তারা অভিনয় করছেন ‘রেবেকা’ নামের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, রেবেকা চরিত্রটি একদিকে যেমন রহস্যে ঘেরা, তেমনই ভেতরে ভেতরে অত্যন্ত সংবেদনশীল ও ভঙ্গুর।

প্রকাশিত প্রথম ঝলকে তারাকে একেবারে আলাদা রূপে দেখা যাচ্ছে। চোখে গভীর অনিশ্চয়তা, মুখে চাপা যন্ত্রণা আর শরীরী ভাষায় এক অদ্ভুত নীরবতা। সব মিলিয়ে রেবেকা চরিত্রটি যে গল্পের মোড় ঘোরাতে বড় ভূমিকা নেবে, তা স্পষ্ট। নির্মাতারা তাঁদের বক্তব্যে রেবেকাকে বর্ণনা করেছেন ‘রহস্যময় ও ভঙ্গুর’ এক নারী হিসেবে, যার অতীত এবং মানসিক দ্বন্দ্ব ছবির গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Advertisement

সূত্রের দাবি, ‘টক্সিক’ শুধুমাত্র অ্যাকশন বা স্টাইলের উপর দাঁড়িয়ে নেই, বরং মানবিক সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং সমাজের অন্ধকার দিকগুলিকেও তুলে ধরবে। সেই প্রেক্ষাপটেই রেবেকা চরিত্রটি তৈরি করা হয়েছে। যশের শক্তিশালী উপস্থিতির পাশাপাশি তারার এই সূক্ষ্ম, আবেগঘন চরিত্র ছবিকে অন্য মাত্রা দেবে বলে মনে করছেন অনেকে।

Advertisement

প্রসঙ্গত, যশ ইতিমধ্যেই এই ছবির জন্য নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রস্তুত করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, তারা সুতারিয়ার জন্যও এই চরিত্রটি তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে বলে মত চলচ্চিত্র মহলের একাংশের। ছবির প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যেও আলোচনা শুরু হয়ে গিয়েছে।

নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, খুব শীঘ্রই ছবির গল্প ও অন্যান্য চরিত্রও ধীরে ধীরে প্রকাশ্যে আনা হবে। আপাতত ‘রেবেকা’ চরিত্রের এই প্রথম ঝলক ‘টক্সিক’ ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।

Advertisement