• facebook
  • twitter
Wednesday, 31 December, 2025

খালেদার শেষযাত্রায় মানুষের ঢল

খালেদার শেষকৃত্য উপলক্ষে ঢাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে

খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশকদারও খালেদার জানাজায় অংশ নেবেন বলে খবর। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকেই মানুষের ঢল নেমেছে বাংলাদেশের রাস্তায়। সকাল ১১টা নাগাদ জিয়ার মরদেহ গুলশানের বাড়ি থেকে বার করা হয়।

এর পর বেলা ১২টা নাগাদ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে তাঁর মরদেহ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে লোকে লোকারণ্য।  বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগোচ্ছেন। তাঁদের মধ্যে কেউ এসেছেন খুলনা থেকে, কেউ আবার মহাখালী থেকে এসেছেন।ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের রাস্তায় ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

খালেদার শেষকৃত্য উপলক্ষে ঢাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। জিয়ার মরদেহ যে গাড়িতে থাকবে, সেটির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। নির্দিষ্ট কয়েকটি জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন সেনাবাহিনীর সদস্যেরাও। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টে নাগাদ মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ করা হবে খালেদাকে।

Advertisement

Advertisement