• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

গঙ্গাসাগর মেলার ভিড় সামলাতে ড্রপ গেটে বসছে ট্রাফিক লাইট

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার কথা মাথায় রেখে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক নতুন পদক্ষেপ করছে নবান্ন

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনার কথা মাথায় রেখে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক নতুন পদক্ষেপ করছে নবান্ন। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। এ বছর বিভিন্ন জায়গায় তৈরি করা ড্রপ গেটে বসানো হচ্ছে ট্রাফিক লাইট। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, লাল ও সবুজ আলো দেখে দূর থেকেই পুণ্যার্থীরা বুঝতে পারবেন, কখন থামতে হবে এবং কখন এগিয়ে যাওয়া নিরাপদ।
মোট ৪০টি গেট চিহ্নিত করে সেখানে ড্রপ গেট ও ট্রাফিক লাইট বসানো হবে। ভিড়ের চাপ বাড়লেই প্রয়োজন অনুযায়ী লাল আলো জ্বালানো হবে। আবার ভিড়ের চাপ কমলে সবুজ আলো জ্বালিয়ে মানুষকে আগে এগিয়ে যাওয়ার সিগন্যাল দেওয়া হবে।
প্রতি বছর গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জায়গায় ড্রপ গেট ও বাঁশের ব্যারিকেড ব্যবহার করা হয়। এর মাধ্যমে একসঙ্গে অতিরিক্ত মানুষের প্রবেশ আটকানো যায়। এবার সেই ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য ড্রপ গেটগুলিতে ট্রাফিক লাইট বসানোর ব্যবস্থা করা হচ্ছে।
সুন্দরবন জেলা পুলিশ জানিয়েছে, ১২-১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান করতে প্রচুর ভিড় হয়। সেই সময় ভিড় নিয়ন্ত্রণ করতে ট্রাফিক লাইটের বন্দোবস্ত করা অত্যন্ত জরুরি। এবার মকরসংক্রান্তির পুণ্যলগ্নে স্নান করতে ১৩ জানুয়ারি রাত থেকে ১৪ জানুয়ারি ভোর পর্যন্ত বিপুল তীর্থযাত্রীর ভিড় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আগাম সতর্কতা অবলম্বন করতে চাইছে রাজ্য প্রশাসন।
সেই কারণে ট্রাফিক লাইটের ব্যবস্থা করা হবে। সুন্দরবন পুলিশ জেলার তরফেই ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশ মেনেই রাজ্য সরকার ট্রাফিক লাইন বসানোর ক্ষেত্রে উদ্যোগী হয়েছে। মনে করা হচ্ছে, এই ব্যবস্থা কার্যকর হলে পদপিষ্ট হওয়ার আশঙ্কা প্রায় থাকবে না বললেই চলে।

Advertisement

Advertisement