• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

এসআইআর শুনানিতে বয়স্কদের ডাকা নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে বলে ফের সোচ্চার হন মমতা

এসআইআর শুনানিতে বয়স্কদের ডাকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতেই ফুঁসে উঠেন তিনি।  ‘৬০-৭০ বছরের বৃদ্ধ-বৃদ্ধাদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওরা বাবা-মাকে সম্মান করে না।‘ বলে জানান তিনি। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে বলে ফের সোচ্চার হন মমতা।

রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতাসম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সবমিলিয়ে হেনস্থা হতে হচ্ছে।  তা নিয়ে ক্ষোভ উগরে সিইও দপ্তরে দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে এই ইস্যুতেই কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর-এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না। ওরা বাবা-মায়েদের সম্মান করে না।‘

Advertisement

Advertisement

Advertisement