ছাব্বিশের ভোটের আগে ফের বাংলায় অমিত শাহ। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে নিশানা করেন তিনি। মমতা বলেন, ’ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।‘ অনুপ্রবেশ ইস্যু নিয়ে কলকাতা এসেই সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যত তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনুপ্রবেশ আটকাতে চায় না বলেও দোষারোপ করেন তিনি। সীমান্ত কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য, এমন অভিযোগও করেন তিনি।তারপর পরই বাঁকুড়া থেকে অনুপ্রবেশ ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর তোপ, ‘বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?’
Advertisement
তিনি আরও বলেন, ‘রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কথা থেকে আসত।‘ শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি যে দেওয়া হয়েছে তাও জানান মুখ্যমন্ত্রী। , ‘বনগাঁ, পেট্রোপলে জমি কে দিয়েছে, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে?’ এমনকী অন্ডাল বিমানবন্দর, পানাগড়েও যে জমি দেওয়া হয়েছে তাও এদিন বাঁকুড়ার সভা থেকে শাহকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
এদিন শুধু বাংলার অনুপ্রবেশ নিয়ে জবাব দেন নেন মমতা। তিনি কাশ্মীর এবং দিল্লির বিস্ফোরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ‘পহেলগাঁও কি আপনারা করেছিলেন?’ দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘দিল্লিতে কতদিন আগে একটা ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই? তাহলে আপনারা করলেন?’
মঙ্গলবার সল্টলেকের বিজেপির সদর দপ্তর থেকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, ‘বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে। বাংলায় মজবুত সরকার আনলে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।‘ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের কিছুক্ষণের মধ্যেই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement



