• facebook
  • twitter
Monday, 29 December, 2025

ফের মেট্রোয় ঝাঁপ, যাত্রী পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত

শেষ পাওয়া খবর অনুযায়ী,  সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়

ফের মেট্রোতে ঝাঁপি দিয়ে আত্মহত্যার চেষ্টা। সোমবার বিকেল ৫টা ৫৮ মিনিটে ময়দান মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। ট্র্যাকের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা করেন মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়।

সপ্তাহের প্রথম দিন এই দুর্ঘটনার জেরে চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়।  নিরবচ্ছিন্ন পরিষেবা না মেলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

Advertisement

এই বিভ্রাটের জেরে মেট্রো স্টেশনগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। ময়দান মেট্রো স্টেশনে প্রতীক্ষারত অনেক যাত্রী। মেট্রো স্টেশনের হলুদ লাইনের বাইরে না দাঁড়ানোর জন্য সচেতনতা প্রচার, ফাইনের হুঁশিয়ারি দেখিয়েও খুব বেশি লাভ হয়নি বলে মনে করছেন অনেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী,  সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement