নেতাজি ভবন মেট্রো স্টেশনে ফের আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এর জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর ব্লু লাইনে বেশ কিছু ক্ষণের জন্য থমকে যায় পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরামের মাঝে ভাঙাপথে মেট্রো চলাচল করে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে নেতাজি ভবন স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। উদ্ধারকাজ চালানো হয়। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়। ময়দান ও টালিগঞ্জর মাঝে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা চলে।
Advertisement
কলকাতা মেট্রোয় প্রায়শই আত্মহত্যার ঘটনা শোনা যায়। সপ্তাহদুয়েক আগেও এই নেতাজি ভবন স্টেশনেই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক যাত্রী। এই ঘটনা ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেল বসানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। আবার সেই ব্লু লাইনেই আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী।
Advertisement
Advertisement



