• facebook
  • twitter
Monday, 29 December, 2025

তিনদিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে শাহের গাড়িতে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও

সোমবার তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের কর্মসূচি শেষ করে সন্ধ্যা ৭টা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন শাহ। বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে শাহের গাড়িতে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বঙ্গ বিজেপির দুই নেতার সঙ্গে সল্টলেকে বিজেপির দপ্তরের দিকে রওনা দেন শাহ। রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে রাতে নিউটাউনের একটি হোটেলে থাকেন শাহ।

ছাব্বিশের নির্বাচন আর বেশি দেরি নেই। তার আগে বাংলায় দলের সাংগঠনিক অবস্থা বুঝে নিতে চাইছেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিন দিনের এই সফরসূচির পুরোটাই থাকছে কলকাতাকেন্দ্রিক। মঙ্গলবারও জোড়া সাংগঠনিক বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগে দুপুর ১২টা নাগাদ একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন তিনি।

Advertisement

তাতে এসআইআর নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে পারেন বলে মনে করছেন একাংশ। এসআইআর প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পাশাপাশি দেশের শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। ছাব্বিশে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে অমিত শাহ কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

Advertisement

মঙ্গলবার মধ্যাহ্নভোজনের পর দু’টি সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। বিধাননগরে দুপুর ২টো নাগাদ একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর পরে বিকেল সাড়ে ৪টে থেকে আরও একটি বৈঠক হওয়ার কথা। বুধবার সকালে কলকাতায় ইসকনের মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে হোটেলে ফিরে দলীয় নেতাদের নিয়ে আবার একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি। বৈঠকের পর মধ্যাহ্নভোজ সেরে সায়েন্স সিটিতে যাবেন। দুপুরে সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে একটি সম্মেলনে থাকবেন তিনি। ওই সম্মেলন শেষে দমদম বিমানবন্দর হয়ে দিল্লিতে ফিরে যাবেন অমিত শাহ।

 

 

 

 

Advertisement