নীতীশ কুমার ক্ষমতায় আসার পর থেকে বিহারে দুর্নীতির গ্রাফ ক্রমাগত নেমেছে বলে দাবি করে এসেছে জেডিইউ সরকার। তবে দুর্নীতি এমন অসুখ যা সহজে সারে না তা প্রমাণ হল শুক্রবার একটি রোপওয়ের ভেঙে পড়ার পর। এবার জেডিইউ-বিজেপিশাসিত বিহারে ভেঙে পড়ল ১৩ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মীত একটি রোপওয়ে। এই রোপওয়েটি ৬ বছর ধরে তৈরি হচ্ছিল। বর্তমানে তার ট্রায়াল রান শুরু হয়। ট্রায়াল রানেই ভেঙে পড়ে রোপওয়ে। ঘটনায় কারুর হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করাতেই রোপওয়ে ভেঙে পড়েছে।
খবর অনুসারে, চৌরাসন মন্দিরের ভক্তদের সুবিধার্থে এবং রোহতাসগড় দুর্গে পর্যটকদের যাতায়াতে সুবিধার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেড রোপওয়েটি তৈরি করেছে। দুর্ঘটনার সময় চারটি ট্রলি ঝুলন্ত অবস্থায় এগোচ্ছিল তারের পথ ধরে। প্রকল্পের কর্মী এবং আধিকারিকের উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। বিহার রাজ্য পুল নির্মাণ নিগম লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়র খুরশিদ করিম বলেন, লাইনে পরীক্ষা চলছিল, সেই সময় অতিরিক্ত ওজনের কারণে এক জায়গায় আটকে যায় ট্রলি। তখনই দুর্ঘটনা ঘটে।
Advertisement
যদিও বিরোধীদের বক্তব্য, নিম্নমানের নির্মাণের কারণেই দুর্ঘটনা ঘটেছে। আসল কারণ ‘দুর্নীতির ক্রনিক অসুখ’। এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ রাম বলেন, ‘আসলে বিহার সরকারের দুর্নীতির কারণেই রোপওয়ে ভেঙে পড়েছে। নির্মাণের সময়েই মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কিন্তু কমিশনের প্রলোভনে এনডিএ সরকার তা এড়িয়ে যান। এটি তারই পরিণাম।’
Advertisement
Advertisement



