বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি করা হবে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, ‘এ ধরনের সহিংস ঘটনা সম্পূর্ণরূপে নিন্দনীয়। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আশা করছি, দ্রুত ও যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’
Advertisement
উল্লেখ্য, বাংলাদেশে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের যুবককে হত্যার ঘটনায় স্থানীয় সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশ দপ্তরের প্রতিক্রিয়া এসেছে সেই প্রেক্ষাপটে, যাতে বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
Advertisement
ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ভারত সবসময় বিদেশে নাগরিকদের নিরাপত্তার প্রতি জোর দেয় এবং এই ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।
Advertisement



