• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

আগামী ৫ জানুয়ারি দিল্লিতে কমিশনের জরুরি বৈঠক

লক্ষ্য, রাজ্যের বিধানসভা ভোটের রূপরেখা চূড়ান্ত করা

প্রতীকী চিত্র

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি আরও জোরদার করছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই আগামী ৫ জানুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি বিশেষ জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটপর্বের নিরাপত্তা ব্যবস্থা— সব বিষয়েই বিস্তারিত আলোচনা হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ কর্তাররা। রাজ্যের তরফে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার। মূলত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে, কোথায় কী ভাবে বাহিনী মোতায়েন করা হবে, সেই রূপরেখাই চূড়ান্ত করার লক্ষ্য এই বৈঠক।

Advertisement

তবে আলোচনার পরিধি কেবল নিরাপত্তাতেই সীমাবদ্ধ থাকবে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে এ বার কড়া নজর রাখতে চাইছে কমিশন। ভোট কত দফায় হবে, কী ভাবে বুথ পরিচালনা হবে, কোথায় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন— সব দিকই খতিয়ে দেখা হবে।

Advertisement

কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচন এক দফাতেই সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি অনুকূল না হলে সর্বাধিক দুই দফায় ভোট করানোর কথাও ভাবা হচ্ছে। বহু দফায় ভোট নয়— এই নীতিতেই এগোতে চাইছে কমিশন।

সূত্রের খবর, বিগত ১৫ বছরের নির্বাচনের অভিজ্ঞতা ও তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে কমিশন। সেই কারণেই এত আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে নতুন ইভিএম এবং ভিভিপ্যাট এসে পৌঁছেছে। সেগুলির ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজও শেষ হয়েছে। ভোটের দিন বুথের ভিতরে ৩৬০ ডিগ্রি কোণে ওয়েব কাস্টিং ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বুথের বাইরে ১০০ মিটার পর্যন্ত নজরদারির জন্য আলাদা ক্যামেরা বসানো হবে।

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ ও প্রস্তাব জমা দিয়েছে। সেগুলিও এই বৈঠকে আলোচনার টেবিলে থাকবে বলে জানা যাচ্ছে।

নির্বাচন কমিশনের অন্দরের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যেন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হয়— সেই লক্ষ্যেই এই আগাম প্রস্তুতি। আগামী ৫ জানুয়ারির বৈঠক থেকে কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

Advertisement