• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

অগ্নি নিরাপত্তা বিধি মেনেই চলছে ৮৩টি রেস্তোরাঁ, পরিদর্শন শেষে রিপোর্ট পেশ মেয়রের

কলকাতা শহরের নাইট ক্লাব, রেস্তোরাঁ এবং রুফটপ রেস্তোরাঁগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ম মেনে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইন্সপেকশন শুরু করেছে কলকাতা পুরসভা। সোমবার এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র জানান, এখনও পর্যন্ত শহরের মোট ৮৩টি নাইট ক্লাব ও রুফটপ রেস্তোরাঁয় পরিদর্শন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছে, পরিদর্শিত সব ক’টি

কলকাতা শহরের নাইট ক্লাব, রেস্তোরাঁ এবং রুফটপ রেস্তোরাঁগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ম মেনে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইন্সপেকশন শুরু করেছে কলকাতা পুরসভা। সোমবার এই বিষয়ে বিস্তারিত তথ্য দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র জানান, এখনও পর্যন্ত শহরের মোট ৮৩টি নাইট ক্লাব ও রুফটপ রেস্তোরাঁয় পরিদর্শন সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছে, পরিদর্শিত সব ক’টি প্রতিষ্ঠানই রাজ্য সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই চলছে। পাশাপাশি, নিয়মিত ফায়ার অডিট নিশ্চিত করতে পুরসভার তরফে দমকল বিভাগকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

Advertisement

উৎসবের মরশুমে শহরজুড়ে ভিড় ও লোকসমাগম বাড়ে। এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মেয়র। তাঁর কথায়, এই সময় সামান্য অবহেলাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তাই অতিরিক্ত সতর্কতা জরুরি।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁয় আচমকা পরিদর্শন শুরু করে। এই অভিযান চলে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি পরিদর্শনের ভিত্তিতেই একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের তৈরি এসওপি অনুযায়ী, যে সব বহুতলে রুফটপ রেস্তোরাঁ রয়েছে সেখানে ছাদের রাস্তার দিকের অন্তত ৫০ শতাংশ অংশ খোলা রাখতে হবে বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য। পাশাপাশি থাকতে হবে আলাদা সিঁড়ি, এবং বহুতলের সিঁড়ির দরজা সবসময় খোলা রাখতে হবে।

নিরাপত্তা জোরদার করতে বাড়াতে হবে সিসিটিভি নজরদারি। গ্যাস সিলিন্ডার ও স্টোভ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। রান্না করতে হবে মাইক্রোওয়েভ বা ইনডাকশন চুলায়। নির্ধারিত তিন মাসের মধ্যে এই শর্তগুলি মানা না হলে লাইসেন্স বাতিল করে ব্যবসা বন্ধ করে দেওয়ারও নির্দেশ রয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে ৮৩টি রুফটপ রেস্তোরাঁয় পরিদর্শন করা হয়েছে তার মধ্যে মাত্র ৩০টি রেস্তোরাঁ আগেই লিখিতভাবে জানিয়েছিল যে তারা সরকারের নির্ধারিত এসওপি মেনে চলছে। বাকি প্রতিষ্ঠানগুলি বাস্তবে কতটা নিয়ম মানছে, তা যাচাই করতেই এই বিশেষ অভিযান চালানো

Advertisement