• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

উত্তুরে হাওয়ার দাপটে বড়দিন থেকে বাড়বে শীতের দাপট, সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা

বড়দিনের আগে তামপাত্রা সেরকম বদল হবে না

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের শীতের  দাপট বাড়বে। বড়দিন থেকে ধীরে ধীরে নামবে শীতের পারদ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে উত্তুরে হাওয়ার ব্যাটিং। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্চাটিও রয়েছে, সেটিও সরে যাবে। ঠান্ডার অনুভূতি আরও বেড়ে যাবে। বড়দিনের আগে তামপাত্রা সেরকম বদল হবে না।

চলতি সপ্তাহে রাজ্যের সব জায়গার আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী দুইদিনে কোথাও রাতের তাপমাত্রা বিশেষ বদলাবে না। তবে দক্ষিণের জেলাগুলিতে বড়দিন থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।  উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।

Advertisement

উত্তরে বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার ঘন কুয়াশা থাকতে পারে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকতে পারে বুধবার। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে।

Advertisement

Advertisement